https://www.facebook.com/Creativehira-health-care

আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন। নতুন নতুন তথ্য জানতে পেজটিতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Thursday, October 22, 2015

জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল বিষয়বস্তু পরিবর্তন করতে পারেন।

অনেক এইচটিএমএল পদ্ধতি এক getElementById হয় (). এই যেমন একটি এইচটিএমএল এলিমেন্ট (আইডি দিয়ে = "ডেমো") "এটি" পদ্ধতি ব্যবহার করে, এবং উপাদান কন্টেন্ট (innerHTML) "হ্যালো দয়া করে জাভাস্ক্রিপ্ট" পরিবর্তন: উদাহরণ document.getElementById ("ডেমো"). innerHTML = "হ্যালো দয়া করে জাভাস্ক্রিপ্ট" এটি নিজে চেষ্টা করো " জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল বৈশিষ্ট্যাবলী পরিবর্তন করতে পারেন এই যেমন একটি ট্যাগ এর src অ্যাট্রিবিউট পরিবর্তন করে, একটি HTML ইমেজ পরিবর্তন: আলোর বাতি আলো বন্ধ / চালু করতে আলোর বাল্ব ক্লিক এটি নিজে চেষ্টা করো " জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল শৈলী পরিবর্তন করতে পারেন (সিএসএস) একটি HTML উপাদান শৈলী পরিবর্তন, একটি এইচটিএমএল অ্যাট্রিবিউট পরিবর্তন একটি বৈকল্পিক: উদাহরণ document.getElementById ("ডেমো"). style.fontSize = "25px" এটি নিজে চেষ্টা করো " জাভাস্ক্রিপ্ট ডেটা যাচাই করতে জাভাস্ক্রিপ্ট প্রায়ই ইনপুট বৈধতা যাচাই করার জন্য ব্যবহার করা হয়: 1 এবং 10 এর মধ্যে একটি সংখ্যা ইনপুট দয়া জমা দিন এটি নিজে চেষ্টা করো " তুমি কি জানতে? উল্লেখ্য জাভাস্ক্রিপ্ট এবং জাভা উভয় ধারণা ও নকশা সম্পূর্ণ ভিন্ন ভাষায়, হয়. জাভাস্ক্রিপ্ট 1995 সালে ব্রেন্ডন Eich দ্বারা উদ্ভাবিত, এবং 1997 সালে একটি ECMA আদর্শ হয়ে ছিল.

Wednesday, October 21, 2015

চুল পড়া রোধে করণীয় ।

হেয়ার লস বা চুলপড়া সমস্যা নিয়ে রোগীরা কার কাছে যাবেন, কি ধরণের চিকিৎসা নিতে হবে এসব নিয়ে নানা বিভ্রান্তি রয়েছে। এছাড়া প্রচারনির্ভর অপচিকিৎসাও কম নয়। বিজ্ঞানভিত্তিক আধুনিক চিকিৎসা কতজন নিতে পারছেন চুলপড়া সমস্যার ক্ষেত্রে এর কোন সঠিক পরিসংখ্যান নেই। অন্তত: বাংলাদেশের ক্ষেত্রে এটা বলা যায়। চুলপড়া সমস্যার চিকিৎসায় শুধু মার্কিনিরা ৩ দশমিক ৫ বিলিয়ান ডলার বছরে ব্যয় করে। তবে আমেরিকান হেয়ার লস এসোসিয়েশন একটি উদ্বেগজনক তথ্য দিয়েছে। তা হচ্ছে চুলপড়ার সমস্যার ক্ষেত্রে ব্যবহৃত শতকরা ৯৯ ভাগ প্রডাক্টের কোন অনুমোদন নেই। যুক্তরাষ্ট্রের এফডিএ (ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিষ্ট্রেশন) হচ্ছে এধরণের প্রডাক্ট অনুমোদনের ক্ষেত্রে সর্বোচ সংস্থা এবং এফডিএ এ পর্যন্ত চুলপড়া সমস্যার চিকিৎসার ক্ষেত্রে মাত্র দু’ ধরণের ঔষধ ব্যবহারের অনুমোদন দিয়েছে। এ দু’ধরণের ঔষধ হচ্ছে মাথার ত্বকে ব্যবহারের জন্য মিনক্সিডিল এবং মুখে খাবার ঔষধ ফিনাস্ট্রাইড। এছাড়া অন্যকোন ধরণের ঔষধ চুলপড়া সমস্যার ক্ষেত্রে ব্যবহারের অনুমোদন নেই এফডিএ-এর। আমেরিকান হেয়ার লস এসোসিয়েশন চুলপড়া সমস্যায় আক্রান্তদের কোনভাবেই অননুমোদিত ঔষধ ব্যবহার করা উচিত নয় বলে সতর্ক করে দিয়েছে এবং বেশির ভাগ অননুমোদিত প্রডাক্টের মারাত্মক পার্শ প্রতিক্রিয়া রয়েছে বলেও সংস্থাটি-এর অভিমত। চুলপড়া সমস্যার কোন চিকিৎসা নেই এবং এটা কোন রোগ নয়। শরীরের অন্যকোন সমস্যার কারণে চুল পড়ে যেমন: হরমোনের সমস্যা, পুষ্টির সমস্যা, মানসিক সমস্যা, কিছু কিছু ইন্টারনাল অর্গানিক ডিজিজ, হেরিডিটরী, মাথার ত্বকের কোন ডিজিজ, খুশকি ইত্যাদি। আমি নিজেও কোন রোগীকে বলিনা চুলপড়ার সমস্যার কোন স্থায়ী চিকিৎসা আছে। মূলত: নানা ধরণের চুলপড়া সমস্যা রয়েছে যেমন; এন্ড্রোজেনেটিক এলোপোসিয়া, এলোপেসিয়া এরিয়েটা, ইত্যাদি। সাধারণত: দিনে কোন পুরুষ বা মহিলার ১০০টি পর্যন্ত চুলপড়া সাভাবিক। তবে চুল যত কম পড়বে তত ভালো। শুধু চিকিৎসার ওপর চুলপড়া সমস্যার সমাধান নির্ভর করেনা। চুলের সঠিক পরিচর্যা ও সুষম খাদ্যাভ্যাস ও চুলপড়া সমস্যার সমাধানে সহায়ক। তবুও আমেরিকান হেয়ার লস এসোসিয়েশনের গাইড লাইন অনুসারে প্রধানত: চুলের চিকিৎসায় কিছু পদক্ষেপ নিতে পারি।

যেমন-

এক: খাবার ঔষধের মাধ্যমে চিকিৎসা।

দুই: মাথার ত্বকে মিনক্সিডিল জাতীয় ঔষধের ব্যবহার।

তিন: লেজারের মাধ্যমে চিকিৎসা।

চার: মেজোথেরাপিরসহ প্লাটিলেট রিচ প্লাজমা থেরাপি।

পাঁচ: সার্জিক্যাল ট্রিটমেন্ট বা হেয়ার ট্রানপ্লান্ট ইত্যাদি।

আমরা সাধারণত: দু’ ভাবে চুলপড়া সমস্যার চিকিৎসা করে থাকি। যেমন: মুখে খাবার ঔষধ ও মিনক্সিডিল জাতীয় ঔষধের ব্যবহার। মূলত: যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এ্যাডমিনিষ্ট্রেশন এ দু’টো ঔষধ অনুমোদন করেছে এবং সবচেয়ে আশার কথা হলো বাংলাদেশের কয়েকটি শীর্ষ স্থানীয় কোম্পানী এফডিএ অনুমোদিত দু’ধরণের ঔষধই তৈরি করছে। তাই দেশের লক্ষ লক্ষ চুলপড়া সমস্যার রোগীদের জন্য এটা নিঃসন্দেহে আশার কথা।

চুলপড়া সমস্যার ক্ষেত্রে বিশে¡র সর্বাধিক ব্যবহৃত ঔষধ প্রপেসিয়া (ফিনাসট্রেইড) এবং রোগেইন (মিনক্সিডিল)। এন্ড্রোজেনেটিক এলোপেসিয়ার ক্ষেত্রে পুরুষের জন্য ফিনাসট্রেইড কার্যকর। কিন্তু সমস্যা হচ্ছে এফডিএ অনুমোদিত ফিনাসট্রেইড মহিলাদের ব্যবহারের জন্য নয়। মহিলা ও পুরুষের উভয়ের জন্য একমাত্র মিনক্সিডিল কার্যকর। মিনক্সিডিল তৈরি লোশন পুরুষদের জন্য ৫% এবং মহিলাদের জন্য ২% ব্যবহার করার নিয়ম। মিনিক্সিডিল চুল পড়া রোধ, সরু হয়ে যাওয়া চুল স¡াভাবিক অবস্থায় আনতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। তবে মনে রাখতে হবে চুলপড়া সমস্যায় বিশ¡ব্যাপী সর্বাধিক ব্যবহৃত মিনিক্সিডিল ও ফিনাস্ট্রাইড কোন অবস্থাতেই চিকিৎসকের পরামর্শ ব্যতীত ব্যবহার করা বাঞ্চনীয় নয়। এছাড়া চুলপড়া সমস্যা চিকিৎসায় ঔষধের পাশাপাশি যথাযথ পরিচর্যাও জরুরি। শুধু ঔষধ ব্যবহার করে চুলপড়া সমস্যা রোধ করা যায় না।