https://www.facebook.com/Creativehira-health-care

আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন। নতুন নতুন তথ্য জানতে পেজটিতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।

Thursday, August 4, 2016

★★★ শিক্ষানীয় রম্য গল্প। ★★★


প্রচুর গরমে এক গ্রাম্য ব্যক্তির জ্বর হল।
সে জ্বরকে শিক্ষা দেওয়ার জন্যে প্রচুর গরম আর রোদে সমস্ত শরীরে তেল মেখে পাথরের উপর গড়াগড়ি করতে লাগলো।
আর বলতে লাগলো : হে জ্বর তুমি কি ধনী লোকজন দেখতে পাওনা। আমার মতো গরীব মানুষকে কেন ধরেছ । পাথরের উপর গড়াগড়ি করতেছিল আর এ কথা বলতে ছিলো।
এক সময় শরীর ঘেমে জ্বর ছেড়ে গেল।
সে বলে উঠলো এবার জ্বর উচিত শিক্ষা পেয়েছে।
পর দিন সে শুনতে পেল যে, কাজী সাহেবের জ্বর হয়েছে।
শুনে সে বলল : এই জ্বরটা গতকাল আমাকে ধরে ছিল। আমি জ্বরকে উচিত শিক্ষা দিয়ে ধনী লোকের কাছে পাঠিয়েছি।
ঐ জ্বরই কাজীকে ধরেছে।
কাজী যদি জানতে পারে আমিই জ্বর তার কাছে পাঠিয়েছি। কাজী যদি জানতে পারে ,তাহলে আমার আর রক্ষা হবে না।
তাই সে কাজীর ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেল।
উপ :- মূর্খ বন্ধুর চেয়ে
শিক্ষিত দুশমন
অনেক ভালো।
আরবী সাহিত্য থেকে সংগ্রহিত।

0 comments:

Post a Comment